فَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ ( الواقعة: ٨٨ )
Then
فَأَمَّآ
আর
if
إِن
যদি
he was
كَانَ
সে হয়
of
مِنَ
অন্তর্ভুক্ত
those brought near
ٱلْمُقَرَّبِينَ
নৈকট্য প্রাপ্তদের
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
English Sahih:
And if he [i.e., the deceased] was of those brought near [to Allah],
1 Tafsir Ahsanul Bayaan
সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, [১]
[১] সূরার শুরুতে নিজ নিজ কর্ম হিসাবে মানুষের যে তিনটি শ্রেণী উল্লেখ করা হয়েছে, তারই পুনরাবৃত্তি করা হচ্ছে। আলোচ্য আয়াতে তার প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে, যাদেরকে 'নৈকট্যপ্রাপ্ত' ছাড়া অগ্রবর্তীও বলা হয়। কেননা তারা নেকী ও পুণ্যের প্রত্যেক কাজে সর্বদা আগে আগে থাকে এবং ঈমান গ্রহণ করার ব্যাপারেও তারা সবার অগ্রণী হয়। আর এই সদগুণের জন্যই তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত গণ্য হবে।