Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ৩৭

عُرُبًا اَتْرَابًاۙ   ( الواقعة: ٣٧ )

Devoted
عُرُبًا
স্বামীসোহাগিনী
equals in age
أَتْرَابًا
সমবয়স্কা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,

English Sahih:

Devoted [to their husbands] and of equal age,

1 Tafsir Ahsanul Bayaan

প্রেমময়ী ও সমবয়স্কা। [১]

[১] عُرُبٌ হল عَرُوْبَةٌ এর বহুবচন। এমন নারী, যে তার রূপ-সৌন্দর্য ও অন্যান্য গুণের কারণে স্বীয় স্বামীর কাছে অত্যন্ত প্রিয়া। أَتْرَابٌ হল تِرْبٌ এর বহুবচন। অর্থ সমবয়স্কা। অর্থাৎ, যেসব নারীদেরকে জান্নাতবাসীরা স্ত্রীরূপে পাবে, তারা সবাই সমবয়স্কা হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে যে, সকল জান্নাতী তেত্রিশ বছর বয়সের হবে। (তিরমিযী) অথবা অর্থ হল, নিজ নিজ স্বামীর সমবয়স্কা হবে। উভয় অবস্থাতে অর্থ একই।