Skip to main content

আল ওয়াক্বিয়া শ্লোক ২৩

كَاَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُوْنِۚ   ( الواقعة: ٢٣ )

Like
كَأَمْثَٰلِ
দৃষ্টান্ত মতো
pearls
ٱللُّؤْلُؤِ
মুক্তার
well-protected
ٱلْمَكْنُونِ
লুকিয়েরাখা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,

English Sahih:

The likenesses of pearls well-protected,

1 Tafsir Ahsanul Bayaan

সুরক্ষিত মুক্তা সদৃশ-[১]

[১] مَكْنُوْنٌ (সুরক্ষিত) যাকে গুপ্ত রাখা হয়েছে। তাতে না কারো হাতের স্পর্শ লাগে, আর না ধূলাবালি লাগে। এ ধরনের জিনিস একেবারে পরিষ্কার-পরিছন্ন এবং তার আসল অবস্থায় থাকে।