وَأَصْحَٰبُ
এবং লোকদের
ٱلشِّمَالِ
বামহাতের
مَآ
কি (দুর্ভাগ্য)
أَصْحَٰبُ
লোকদের
ٱلشِّمَالِ
বামহাতের
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
فِى
মধ্য (থাকবে)
سَمُومٍ
উষ্ণবাতাস
وَحَمِيمٍ
ও ফুটন্ত পানির
(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
إِنَّهُمْ
তারা নিশ্চয়ই
كَانُوا۟
ছিল
قَبْلَ
পূর্বে
ذَٰلِكَ
এর
مُتْرَفِينَ
বিলাসী জীবনের অধিকারী
ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
وَكَانُوا۟
এবং তারা ছিল
يُصِرُّونَ
তারা অবিরত লিপ্ত থাকে
عَلَى
উপর
ٱلْحِنثِ
পাপের
ٱلْعَظِيمِ
ঘোরতর
আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
وَكَانُوا۟
এবং তারা ছিল
يَقُولُونَ
তারা বলে
أَئِذَا
"যখন কি
مِتْنَا
আমরা মরে যাব
وَكُنَّا
ও আমরা হব
تُرَابًا
মাটি
وَعِظَٰمًا
ও হাড়
أَءِنَّا
নিশ্চয়ই কি আমরা
لَمَبْعُوثُونَ
উত্থিত হব অবশ্যই
আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
قُلْ
বলো
إِنَّ
"নিশ্চয়ই
ٱلْأَوَّلِينَ
পূর্বসূরীকে
وَٱلْءَاخِرِينَ
এবং উত্তরসূরীকে
বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
لَمَجْمُوعُونَ
অবশ্যই একত্র করা হবে
إِلَىٰ
দিকে
مِيقَٰتِ
(নির্দিষ্ট) সময়ে
يَوْمٍ
দিনে
مَّعْلُومٍ
নির্ধারিত"
অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।