Skip to main content

فَسَلَٰمٌ
তবে (বলা হবে) সালাম
لَّكَ
তোমার জন্য
مِنْ
অন্তর্ভুক্ত
أَصْحَٰبِ
লোকদের
ٱلْيَمِينِ
ডান হাতের

তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।

ব্যাখ্যা

وَأَمَّآ
আর
إِن
যদি
كَانَ
সে হয়
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمُكَذِّبِينَ
মিথ্যারোপকারীদের
ٱلضَّآلِّينَ
পথভ্রষ্টদের

আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,

ব্যাখ্যা

فَنُزُلٌ
আপ্যায়ন তবে (হবে)
مِّنْ
দিয়ে
حَمِيمٍ
ফুটন্ত পানির

তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।

ব্যাখ্যা

وَتَصْلِيَةُ
ও দগ্ধকরণ
جَحِيمٍ
জাহান্নামের

আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এটা
لَهُوَ
তা অবশ্যই
حَقُّ
সত্য
ٱلْيَقِينِ
ধ্রুব

এটা সুনিশ্চিত সত্য।

ব্যাখ্যা

فَسَبِّحْ
সুতরাং পবিত্রতা ঘোষণা করো
بِٱسْمِ
নামের
رَبِّكَ
তোমার রবের
ٱلْعَظِيمِ
(যিনি) মহান

কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।

ব্যাখ্যা