لَيْسَ
না (হবে)
لِوَقْعَتِهَا
তার সংঘটনের (ব্যাপারে)
كَاذِبَةٌ
কোনো অস্বীকারকারী
তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
خَافِضَةٌ
(তাহবে কাঊকে) অবনতকারী
رَّافِعَةٌ
(আবার কাঊকে) সমুন্নতকারী
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
إِذَا
যখন
رُجَّتِ
প্রকম্পিত করা হবে
ٱلْأَرْضُ
পৃথিবী
رَجًّا
(প্রবল) কম্পন
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
وَبُسَّتِ
এবং ছিন্নভিন্ন করা হবে
ٱلْجِبَالُ
পাহারসমূহকে
بَسًّا
ছিন্নভিন্ন করার মতো
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
فَكَانَتْ
অতঃপর তা হবে
هَبَآءً
ধূলিকণা
مُّنۢبَثًّا
বিক্ষিপ্ত
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
وَكُنتُمْ
এবং তোমরা হবে বিভক্ত
أَزْوَٰجًا
ভাগে বিভক্ত
ثَلَٰثَةً
তিনটি
আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
فَأَصْحَٰبُ
লোকগুলো অতঃপর
ٱلْمَيْمَنَةِ
ডান হাতের
مَآ
কি (ভাগ্যবান)
أَصْحَٰبُ
লোকগুলো
ٱلْمَيْمَنَةِ
ডানহাতের
তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
وَأَصْحَٰبُ
এবং লোকগুলো
ٱلْمَشْـَٔمَةِ
বামহাতের
مَآ
কি (দুর্ভাগা)
أَصْحَٰبُ
লোকগুলো
ٱلْمَشْـَٔمَةِ
বামহাতের
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
وَٱلسَّٰبِقُونَ
এবং অগ্রবর্তীরা (তো)
ٱلسَّٰبِقُونَ
অগ্রবর্তীই
আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
القرآن الكريم: | الواقعة |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Waqi'ah |
সূরা না: | ৫৬ |
আয়াত: | ৯৬ |
মোট শব্দ: | ৩৭৮ |
মোট অক্ষর: | ১৭০৩ |
রুকু সংখ্যা: | ৩ |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | ৪৬ |
শ্লোক থেকে শুরু: | ৪৯৭৯ |