وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ( الرحمن: ٦ )
And the stars
وَٱلنَّجْمُ
এবং তারকা
and the trees
وَٱلشَّجَرُ
ও গাছপালা
both prostrate
يَسْجُدَانِ
উভয়ে সিজদারত
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
English Sahih:
And the stars and trees prostrate.
1 Tafsir Ahsanul Bayaan
তৃণলতা (বা নক্ষত্র) ও বৃক্ষাদি সিজদা করে। [১]
[১] যেমন, অন্যত্র বলেন, {أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ} (অর্থাৎ, তুমি কি দেখো না যে, আল্লাহকে সিজদা করে যারা আছে আকাশমন্ডলী ও পৃথিবীতে; সিজদা করে সূর্য, চন্দ্র, নক্ষত্রমন্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে---। (সূরা হাজ্জ ২২;১৮)