Skip to main content

ذَوَاتَآ اَفْنَانٍۚ   ( الرحمن: ٤٨ )

Having
ذَوَاتَآ
(উভয়ে) বিশিষ্ট
branches
أَفْنَانٍ
ঘন শাখা পল্লব

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

দু’টোই শাখা পল্লবে ভরপুর।

English Sahih:

Having [spreading] branches.

1 Tafsir Ahsanul Bayaan

উভয়ই বহু ডালপালাবিশিষ্ট (গাছে পরিপূর্ণ)। [১]

[১] এখানে ইঙ্গিত করা হয়েছে যে, তাতে ছায়া হবে ঘন ও সুনিবিড়। অনুরূপ ফলও হবে অধিকহারে। কেননা, প্রতিটি ডাল ফলে পরিপূর্ণ থাকবে। (ইবেন কাষীর)