Skip to main content

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِۚ   ( الرحمن: ١٧ )

Lord
رَبُّ
(তিনিই) মালিক
(of) the two Easts
ٱلْمَشْرِقَيْنِ
দুই উদয়াচলের
and Lord
وَرَبُّ
ও মালিক
(of) the two Wests
ٱلْمَغْرِبَيْنِ
দুই অস্তাচলের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,

English Sahih:

[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets.

1 Tafsir Ahsanul Bayaan

তিনিই দুই উদায়াচল ও দুই অস্তাচলের প্রতিপালক। [১]

[১] একটি হল গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হল শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটাও অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল ও অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জ্বিনদের জন্য রয়েছে বহু উপকারিতা। তাই এটাকেও নিয়ামত হিসাবে গণ্য করা হয়েছে।