يُعْرَفُ
চেনা যাবে
ٱلْمُجْرِمُونَ
অপরাধীদেরকে
بِسِيمَٰهُمْ
তাদের লক্ষণ দ্বারা
فَيُؤْخَذُ
পাকড়াও করা হবে অতঃপর
بِٱلنَّوَٰصِى
সামনের চুল ধরে
وَٱلْأَقْدَامِ
ও পা সমূহকে
অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
فَبِأَىِّ
তখন কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহ
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
هَٰذِهِۦ
(বলা হবে) এই সেই
جَهَنَّمُ
জাহান্নাম
ٱلَّتِى
যা
يُكَذِّبُ
মিথ্যা মনে করত
بِهَا
যাকে
ٱلْمُجْرِمُونَ
অপরাধীরা
এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
يَطُوفُونَ
তারা ছুটোছুটি করবে
بَيْنَهَا
তার মাঝে
وَبَيْنَ
ও মাঝে
حَمِيمٍ
গরম পানির
ءَانٍ
ফুটন্ত
সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
فَبِأَىِّ
তখন কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَلِمَنْ
এবং তার জন্যে যে
خَافَ
ভয় করে
مَقَامَ
দাঁড়াতে
رَبِّهِۦ
তার রবের (সামনে)
جَنَّتَانِ
দুটো বাগান (রয়েছে)
আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
فَبِأَىِّ
সুতরাং কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?
فَبِأَىِّ
সুতরাং কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا
উভয়ের মধ্যে থাকবে
عَيْنَانِ
দুটো ঝরনা
تَجْرِيَانِ
প্রবহমান (উভয়ে)
দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।