Skip to main content
bismillah

ٱلرَّحْمَٰنُ
অশেষ দয়ালু (আল্লাহ্‌)

পরম দয়ালু (আল্লাহ),

ব্যাখ্যা

عَلَّمَ
শিক্ষা দিয়েছেন
ٱلْقُرْءَانَ
(এই) কুরআন

তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,

ব্যাখ্যা

خَلَقَ
তিনি সৃষ্টি করেছেন
ٱلْإِنسَٰنَ
মানুষকে

তিনিই মানুষ সৃষ্টি করেছেন,

ব্যাখ্যা

عَلَّمَهُ
তাকে শিখিয়েছেন
ٱلْبَيَانَ
ভাব প্রকাশ করতে

তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,

ব্যাখ্যা

ٱلشَّمْسُ
সূর্য
وَٱلْقَمَرُ
ও চাঁদ
بِحُسْبَانٍ
একটি হিসাব অনুসরণ করেই চলে

সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।

ব্যাখ্যা

وَٱلنَّجْمُ
এবং তারকা
وَٱلشَّجَرُ
ও গাছপালা
يَسْجُدَانِ
উভয়ে সিজদারত

তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,

ব্যাখ্যা

وَٱلسَّمَآءَ
এবং আকাশকে
رَفَعَهَا
তা সমুন্নত করেছেন তিনি
وَوَضَعَ
ও স্থাপন করেছেন
ٱلْمِيزَانَ
মানদণ্ড

তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,

ব্যাখ্যা

أَلَّا
(ঐকান্তিক দাবি) না যেন
تَطْغَوْا۟
তোমরা সীমা লঙ্ঘন কর
فِى
মধ্যে
ٱلْمِيزَانِ
মানদণ্ডের

যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,

ব্যাখ্যা

وَأَقِيمُوا۟
এবং তোমরা প্রতিষ্ঠা করো
ٱلْوَزْنَ
ওজন
بِٱلْقِسْطِ
ন্যায্য ভাবে
وَلَا
এবং না
تُخْسِرُوا۟
তোমরা কম দিয়ো
ٱلْمِيزَانَ
দাঁড়িপাল্লায়/ পরিমাপে

সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,

ব্যাখ্যা

وَٱلْأَرْضَ
এবং পৃথিবীকে
وَضَعَهَا
তা তিনি স্থাপন করেছেন
لِلْأَنَامِ
সৃষ্ট জীবের জন্যে

আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আর রহমান
القرآن الكريم:الرحمن
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Ar-Rahman
সূরা না:55
আয়াত:78
মোট শব্দ:351
মোট অক্ষর:1636
রুকু সংখ্যা:3
অবতীর্ণ:মদিনা
উদ্ঘাটন আদেশ:97
শ্লোক থেকে শুরু:4901