Skip to main content

وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰىۙ  ( النجم: ٤٩ )

And that He
وَأَنَّهُۥ
এবং (এও) যে
[He]
هُوَ
তিনিই
(is the) Lord
رَبُّ
রব
(of) the Sirius
ٱلشِّعْرَىٰ
শি'রা (নক্ষত্রের)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর এই যে, শি‘রা (অর্থাৎ লুব্ধক নক্ষত্র)’র তিনিই প্রতিপালক,

English Sahih:

And that it is He who is the Lord of Sirius.

1 Tafsir Ahsanul Bayaan

আর এই যে, তিনি লুব্ধক নক্ষত্রের প্রতিপালক।[১]

[১]( (লুব্ধক বা সিরিয়াস নক্ষত্র।) রব্ব তথা প্রতিপালক তো তিনিই সকল বস্তুর। এখানে এই তারার নাম এই জন্য উল্লেখ করেছেন যে, আরবের কোন কোন গোত্র তার পূজা করত।