Skip to main content

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى  ( النجم: ٣ )

And not
وَمَا
এবং না
he speaks
يَنطِقُ
সে কথা বলে
from
عَنِ
হতে
the desire
ٱلْهَوَىٰٓ
প্রবৃত্তির তাড়না

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর সে মনগড়া কথাও বলে না।

English Sahih:

Nor does he speak from [his own] inclination.

1 Tafsir Ahsanul Bayaan

এবং সে মনগড়া কথাও বলে না।