Skip to main content

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى   ( النجم: ١٤ )

Near
عِندَ
কাছে
(the) Lote Tree
سِدْرَةِ
কুলগাছের
(of) the utmost boundary
ٱلْمُنتَهَىٰ
(জড়জগতের) শেষপ্রান্তে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শেষসীমার বরই গাছের কাছে,

English Sahih:

At the Lote Tree of the Utmost Boundary –

1 Tafsir Ahsanul Bayaan

সিদরাতুল মুনতাহার নিকট।[১]

[১] এটা হল মি'রাজের রাতে যে জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন, তারই বর্ণনা। এই 'সিদরাতুল মুন্তাহা' হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল (বরই) গাছ। আর এটাই শেষ সীমা। এর উপরে কোন ফিরিশতা যেতে পারেন না। ফিরিশতাকুল আল্লাহর বিধানাদিও এখান থেকেই গ্রহণ করেন।