اَمْ يُرِيْدُوْنَ كَيْدًاۗ فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَۗ ( الطور: ٤٢ )
Or
أَمْ
তবে কি
(do) they intend
يُرِيدُونَ
তারা চাচ্ছে
a plot?
كَيْدًاۖ
কোনো ষড়যন্ত্র (করতে)
But those who
فَٱلَّذِينَ
যারা তাহলে
disbelieve
كَفَرُوا۟
অস্বীকার করেছে
themselves
هُمُ
তারাই
(are in) the plot
ٱلْمَكِيدُونَ
ষড়যন্ত্রের শিকার হবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
নাকি তারা (তোমার বিরুদ্ধে) চক্রান্ত করতে চায়? তাহলে কিন্তু কাফিররাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে।
English Sahih:
Or do they intend a plan? But those who disbelieve – they are the object of a plan.
1 Tafsir Ahsanul Bayaan
অথবা তারা কি কোন ষড়যন্ত্র করতে চায়? [১] পরিণামে অবিশ্বাসীরাই হবে ষড়্যন্ত্রের শিকার। [২]
[১] অর্থাৎ, আমার নবীর সাথে, যাতে সে ধ্বংসের মুখে পতিত হয়ে পড়বে।
[২] অর্থাৎ, চক্রান্ত তাদেরই উপর ফিরে আসবে এবং যাবতীয় ক্ষতির স্বীকার তারাই হবে। যেমন মহান আল্লাহ বলেন, {وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ} (সূরা ফাত্বির ৩৫;৪৩) তাই তো বদরযুদ্ধে এই কাফেররাই নিহত হয় এবং আরো বহু স্থানে তারা অপমান ও লাঞ্ছনার শিকার হয়।