Skip to main content

فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَاۤءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ  ( الذاريات: ٢٦ )

Then he went
فَرَاغَ
অতঃপর সে চলে গেল
to
إِلَىٰٓ
নিকট
his household
أَهْلِهِۦ
তার স্ত্রীর
and came
فَجَآءَ
অতঃপর আনল
with a calf
بِعِجْلٍ
একটি বাছুর নিয়ে (তাজা)
fat
سَمِينٍ
মোটা তাজা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন সে তাড়াতাড়ি তার ঘরের লোকেদের নিকট চলে গেল এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে আসল।

English Sahih:

Then he went to his family and came with a fat [roasted] calf.

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর ইব্রাহীম সংগোপনে তার স্ত্রীর নিকট গেল এবং একটি (ভুনা) গোশতল বাছুর নিয়ে এল।