Skip to main content

وَنُفِخَ فِى الصُّوْرِۗ ذٰلِكَ يَوْمُ الْوَعِيْدِ   ( ق: ٢٠ )

And will be blown
وَنُفِخَ
এবং ফুঁ দেওয়া হবে
[in]
فِى
মধ্যে
the trumpet
ٱلصُّورِۚ
শিঙার
That
ذَٰلِكَ
(এটাই) সেই
(is the) Day
يَوْمُ
দিন (যার)
(of) the Warning
ٱلْوَعِيدِ
ভয় দেখানো হতো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সিঙ্গায় ফুঁক দেয়া হবে। সেটাই হল শাস্তির দিন (যে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছিল)।

English Sahih:

And the Horn will be blown. That is the Day of [carrying out] the threat.

1 Tafsir Ahsanul Bayaan

আর শিংগায় ফুৎকার দেওয়া হবে, ওটাই শাস্তির প্রতিশ্রুতির দিন।