Skip to main content

وَٱسْتَمِعْ
এবং শোনো
يَوْمَ
যে দিন
يُنَادِ
ডাকবে
ٱلْمُنَادِ
একজন ঘোষণাকারী
مِن
হতে
مَّكَانٍ
স্থান
قَرِيبٍ
নিকটবর্তী

আর শোন, যেদিন এক ঘোষণাকারী (প্রত্যেক ব্যক্তির) নিকটবর্তী স্থান থেকে ডাক দিবে,

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
يَسْمَعُونَ
তারা শুনতে পারবে
ٱلصَّيْحَةَ
মহাগর্জন
بِٱلْحَقِّۚ
যথাযথভাবে
ذَٰلِكَ
এটা
يَوْمُ
দিন
ٱلْخُرُوجِ
(কবর হতে) বের হওয়ার

যেদিন সমস্ত মানুষ প্রকৃতই শুনতে পাবে এক (ভয়ংকর) ধ্বনি। সেদিনটি হবে (ভূগর্ভ থেকে সকল আত্মার) বের হওয়ার দিন।

ব্যাখ্যা

إِنَّا
নিশ্চয়ই আমরা
نَحْنُ
আমরাই
نُحْىِۦ
জীবন দিই
وَنُمِيتُ
এবং মৃত্যু দিই আমরাই
وَإِلَيْنَا
এবং আমাদের দিকেই
ٱلْمَصِيرُ
প্রত্যাবর্তনস্থল

আমিই জীবন দেই, আমিই মুত্যু দেই, আর আমার কাছেই (সব্বাইকে) ফিরে আসতে হবে।

ব্যাখ্যা

يَوْمَ
যেদিন
تَشَقَّقُ
বিদীর্ণ হবে
ٱلْأَرْضُ
পৃথিবী
عَنْهُمْ
তাদের ভিতর হতে
سِرَاعًاۚ
ত্রস্তব্যস্ত
ذَٰلِكَ
এই
حَشْرٌ
সমবেত করা
عَلَيْنَا
আমাদের উপর
يَسِيرٌ
খুবই সহজ

যেদিন পৃথিবী দীর্ণ বিদীর্ণ হবে, আর মানুষ ছুটে যাবে (হাশরের পানে)। এই একত্রীকরণ আমার জন্য খুবই সহজ।

ব্যাখ্যা

نَّحْنُ
(হে নবী) আমরা
أَعْلَمُ
খুব জানি
بِمَا
ঐ বিষয়ে যা
يَقُولُونَۖ
তারা বলেছে
وَمَآ
এবং না
أَنتَ
তুমি
عَلَيْهِم
তাদের উপর
بِجَبَّارٍۖ
জবরদস্তিকারী
فَذَكِّرْ
সুতরাং উপদেশ দাও
بِٱلْقُرْءَانِ
কুরআনের সাহায্যে
مَن
(তাকে) যে
يَخَافُ
ভয় করে
وَعِيدِ
আমার সতর্কীকরণকে

তারা (তোমার বিরুদ্ধে) যা বলে তা আমি ভাল করেই জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। কাজেই যে আমার শাস্তির ভয়প্রদর্শনকে ভয় করে, তাকে তুমি কুরআনের সাহায্যে উপদেশ দাও।

ব্যাখ্যা