Skip to main content

আল মায়িদাহ শ্লোক ৫৫

اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ  ( المائدة: ٥٥ )

Only
إِنَّمَا
প্রকৃত পক্ষে
your ally
وَلِيُّكُمُ
তোমাদের বন্ধু
(is) Allah
ٱللَّهُ
আল্লাহ
and His Messenger
وَرَسُولُهُۥ
ও তাঁর রাসূল
and those who
وَٱلَّذِينَ
ও যারা
believe
ءَامَنُوا۟
ঈমান এনেছে (তারা)
and those who
ٱلَّذِينَ
যারা
establish
يُقِيمُونَ
প্রতিষ্ঠা করে
the prayer
ٱلصَّلَوٰةَ
সালাত
and give
وَيُؤْتُونَ
ও প্রদান করে
zakah
ٱلزَّكَوٰةَ
যাকাত
and they
وَهُمْ
এমতাবস্হায় যে তারা
(are) those who bow down
رَٰكِعُونَ
অবনমিত (আল্লাহর কাছে)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রসূল ও মু’মিনগণ যারা নামায কায়িম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর কাছে অবনত হয়।

English Sahih:

Your ally is none but Allah and [therefore] His Messenger and those who have believed – those who establish prayer and give Zakah, and they bow [in worship].

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল ও বিশ্বাসীগণ;[১] যারা বিনত হয়ে নামায পড়ে ও যাকাত আদায় করে।

[১] যখন ইয়াহুদ ও নাসারদের সাথে বন্ধুত্ব নিষেধ করা হয়েছে, তখন কাদের সাথে বন্ধুত্ব করা যাবে? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ঈমানদারগণের বন্ধু সর্বপ্রথম আল্লাহ ও তাঁর রসূল, অতঃপর যারা আল্লাহ ও তাঁর রসূলের একান্ত অনুগত। পরবর্তীতে তাদের আরো গুণাবলী উল্লেখ করা হচ্ছে।