Skip to main content

وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِيٍّ فِى الْاَوَّلِيْنَ   ( الزخرف: ٦ )

And how many
وَكَمْ
এবং কত (বার)
We sent
أَرْسَلْنَا
আমরা পাঠিয়েছি
of
مِن
থেকে
a Prophet
نَّبِىٍّ
নাবী
among
فِى
মধ্যে
the former (people)
ٱلْأَوَّلِينَ
পূর্ববর্তীদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পূর্বেকার জাতিগুলোর মধ্যে আমি বহু রসূল পাঠিয়েছিলাম।

English Sahih:

And how many a prophet We sent among the former peoples,

1 Tafsir Ahsanul Bayaan

পূর্ববর্তীদের নিকট আমি বহু রসূল প্রেরণ করেছি।