Skip to main content

হা-মীম সেজদাহ শ্লোক ১৫

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ۗ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ  ( فصلت: ١٥ )

Then as for
فَأَمَّا
আর অবস্থা (ছিলো)
Aad
عَادٌ
আ'দের (এমন যে)
they were arrogant
فَٱسْتَكْبَرُوا۟
পরে তারা অহংকার করলো
in
فِى
মধ্যে
the earth
ٱلْأَرْضِ
পৃথিবীর
without
بِغَيْرِ
ব্যতীত
[the] right
ٱلْحَقِّ
কোন অধিকার
and they said
وَقَالُوا۟
এবং তারা বললো
"Who
مَنْ
"(আর) কে
(is) mightier
أَشَدُّ
অধিক শক্তিশালী
than us
مِنَّا
আমাদের চেয়ে
(in) strength?"
قُوَّةًۖ
শক্তিতে"
Do not
أَوَلَمْ
দেখে নি কি
they see
يَرَوْا۟
তারা (ভেবে)
that
أَنَّ
যে
Allah
ٱللَّهَ
আল্লাহ
the One Who
ٱلَّذِى
যিনি
created them
خَلَقَهُمْ
তাদের সৃষ্টি করেছেন
He
هُوَ
তিনিই
(is) Mightier
أَشَدُّ
অধিক শক্তিশালী
than them
مِنْهُمْ
তাদের চেয়ে
(in) strength?
قُوَّةًۖ
শক্তিতে
But they used (to)
وَكَانُوا۟
এবং তারা ছিলো
in Our Signs
بِـَٔايَٰتِنَا
আমাদের নিদর্শনগুলোকে
deny
يَجْحَدُونَ
অস্বীকার করতো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর ‘আদ-এর অবস্থা ছিল এই যে, দুনিয়াতে তারা না-হক অহংকার করেছিল, আর বলেছিল- আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে? তারা কি চিন্তা করে দেখেনি যে, আল্লাহ- যিনি তাদেরকে সৃষ্টি করেছেন- শক্তিতে তাদের চেয়ে প্রবল? কিন্তু তারা আমার আয়াতগুলো অস্বীকার করতেই থাকল।

English Sahih:

As for Aad, they were arrogant upon the earth without right and said, "Who is greater than us in strength?" Did they not consider that Allah who created them was greater than them in strength? But they were rejecting Our signs.

1 Tafsir Ahsanul Bayaan

আ’দ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, ওরা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলত, ‘আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী কে আছে?’[১] ওরা কি তবে লক্ষ্য করেনি যে, আল্লাহ যিনি ওদেরকে সৃষ্টি করেছেন, তিনি ওদের অপেক্ষাও অধিক শক্তিশালী?[২] আর ওরা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করত। [৩]

[১] এই উক্তি থেকে তাদের উদ্দেশ্য এই ছিল যে, তারা আল্লাহর আযাব রোধ করার ক্ষমতা রাখে। কেননা, তারা অতি দীর্ঘকায় এবং প্রচন্ড শক্তিশালী ছিল। আর এ কথা তারা তখন বলেছিল, যখন হূদ (আঃ) তাদেরকে ভয় দেখিয়েছিলেন এবং আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করেছিলেন।

[২] অর্থাৎ, তারা কি সেই আল্লাহর চেয়েও অধিক শক্তিশালী, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে শক্তি ও সামর্থ্য দানে ধন্য করেছেন। তাদেরকে সৃষ্টি করার পর তাঁর নিজস্ব শক্তি ও সামর্থ্য শেষ হয়ে গেছে নাকি? এখানে জিজ্ঞাসা অস্বীকৃতিসূচক এবং ধমকের জন্য।

[৩] অর্থাৎ, সেই মু'জিযাগুলোকে যা আমি নবীদেরকে দান করেছিলাম অথবা সেই দলীলগুলোকে, যা আমি নবীদের সাথে অবতীর্ণ করেছিলাম কিংবা অসংখ্য সেই সৃষ্টিগত নিদর্শনাবলীকে, যা বিশ্বজাহানে ছড়িয়ে আছে।