وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَۖ ( الصافات: ٧٥ )
And verily
وَلَقَدْ
এবং নিশ্চয়ই
called Us
نَادَىٰنَا
আমাদেরকে ডেকেছিলো
Nuh;
نُوحٌ
নূহ
and Best
فَلَنِعْمَ
অতঃপর কত উত্তম
(are We as) Responders!
ٱلْمُجِيبُونَ
সাড়াদানকারী (আমরা)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(ইতোপূর্বে) নূহ আমাকে ডেকেছিল, অতঃপর (দেখ) আমি কতই না উত্তম সাড়াদাতা ছিলাম!
English Sahih:
And Noah had certainly called Us, and [We are] the best of responders.
1 Tafsir Ahsanul Bayaan
নূহ আমাকে আহবান করেছিল এবং আমি কত উত্তমরূপে সাড়া দিয়েছিলাম। [১]
[১] অর্থাৎ, সাড়ে নয়শ' বছর তাবলীগ করার পরেও যখন কওমের অধিকাংশ লোকেরাই তাঁকে মিথ্যাজ্ঞান করল এবং তিনি অনুভব করলেন যে, এদের ঈমান আনার কোন আশা নেই, তখন নিজ প্রভুর নিকট দু'আ করে বললেন, (فَدَعَا رَبَّهُ اَنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ) "হে আল্লাহ আমি অসহায়, তুমি আমার প্রতিশোধ নাও। (সূরা ক্বামার ৫৪;১০ আয়াত) সুতরাং আল্লাহ নূহ (আঃ)-এর দু'আ কবুল করলেন এবং তাঁর কওমকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন।