Skip to main content

وَلَوْلَا نِعْمَةُ رَبِّيْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ  ( الصافات: ٥٧ )

And if not
وَلَوْلَا
এবং যদি না
(for the) Grace
نِعْمَةُ
অনুগ্রহ (হতো)
(of) my Lord
رَبِّى
আমার রবের
certainly I (would) have been
لَكُنتُ
অবশ্যই আমি হতাম
among
مِنَ
অন্তর্ভুক্ত
those brought
ٱلْمُحْضَرِينَ
(জাহান্নামে) উপস্থিত করা লোকদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।

English Sahih:

If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].

1 Tafsir Ahsanul Bayaan

আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও (তোমাদের মাঝে) উপস্থিত করা হত। [১]

[১] অর্থাৎ, উঁকি দিতেই তারা ঐ ব্যক্তিকে জাহান্নামের মাঝে দেখতে পাবে এবং তাকে ঐ জান্নাতী ব্যক্তি বলবে, তুমি আমাকেও পথভ্রষ্ট করে ধ্বংসের পথে ঠেলে দিতে চেয়েছিলে। আমার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল। তা না হলে আজ আমিও তোমার সাথে জাহান্নামবাসী হতাম।