فَأْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ( الصافات: ١٥٧ )
Then bring
فَأْتُوا۟
তাহ'লে তোমরা আনো
your book
بِكِتَٰبِكُمْ
তোমাদের কিতাব
if
إِن
যদি
you are
كُنتُمْ
তোমরা হও
truthful
صَٰدِقِينَ
সত্যবাদী
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।
English Sahih:
Then produce your scripture, if you should be truthful.
1 Tafsir Ahsanul Bayaan
তোমরা সত্যবাদী হলে তোমাদের গ্রন্থ উপস্থিত কর। [১]
[১] অর্থাৎ, এই বিশ্বাসের শুদ্ধতা বিবেক মেনে নেয় না যে, আল্লাহর সন্তান আছে; তাতেও আবার কন্যাসন্তান। যদি তাই হয়, তাহলে কোন প্রমাণ দেখাও, আল্লাহর নাযিলকৃত কোন একটি কিতাব দেখাও, যাতে আল্লাহর সন্তানের স্বীকারোক্তি বা প্রমাণ আছে?