Skip to main content

وَلَقَدْ مَنَنَّا عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ ۚ   ( الصافات: ١١٤ )

And verily
وَلَقَدْ
এবং নিশ্চয়ই
We conferred Favor
مَنَنَّا
আমরা অনুগ্রহ করেছি
upon
عَلَىٰ
উপর
Musa
مُوسَىٰ
মূসার
and Harun
وَهَٰرُونَ
ও হারূনের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম।

English Sahih:

And We did certainly confer favor upon Moses and Aaron.

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি[১]

[১] অর্থাৎ, তাদের উভয়কে নবুঅত ও রিসালাত এবং অন্যান্য নিয়ামতসমূহ দান করেছিলাম।