Skip to main content

قَالَ
বলবে,
قَآئِلٌ
এক বক্তা
مِّنْهُمْ
তাদের মধ্যে হ'তে
إِنِّى
"নিশ্চয়ই আমার
كَانَ
ছিলো
لِى
আমার
قَرِينٌ
একজন সঙ্গী

তাদের একজন বলবে- ‘‘(দুনিয়ায়) আমার ছিল একজন সাথী।

ব্যাখ্যা

يَقُولُ
সে বলতো
أَءِنَّكَ
"তুমি কি নিশ্চয়ই
لَمِنَ
অবশ্যই অন্তর্ভুক্ত
ٱلْمُصَدِّقِينَ
সত্যতা স্বীকারকারীদের

সে বলত- ‘‘তুমি কি বিশ্বাস কর যে,

ব্যাখ্যা

أَءِذَا
কি যখন
مِتْنَا
আমরা মারা যাবো
وَكُنَّا
এবং আমরা হবো
تُرَابًا
মাটি
وَعِظَٰمًا
ও হাড় (সর্বস্ব)
أَءِنَّا
আমরা কি নিশ্চয়ই
لَمَدِينُونَ
প্রতিফলপ্রাপ্ত হবো অবশ্যই"

আমরা যখন মরে যাব আর মাটি ও হাড্ডিতে পরিণত হব তখনো সত্যিই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?

ব্যাখ্যা

قَالَ
বলবে
هَلْ
"কি
أَنتُم
তোমরা
مُّطَّلِعُونَ
(সেসব লোকদেরকে) উঁকি মেরে দেখতে পাও"

আল্লাহ বলবেন- ‘ তোমরা কি তাকে উঁকি দিয়ে দেখতে চাও?’

ব্যাখ্যা

فَٱطَّلَعَ
সে তখন উঁকি মেরে দেখবে
فَرَءَاهُ
তাকে ফলে দেখতে পাবে
فِى
মধ্যে
سَوَآءِ
মাঝখানে
ٱلْجَحِيمِ
জাহান্নামের

তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

ব্যাখ্যা

قَالَ
সে বলবে
تَٱللَّهِ
"আল্লাহর শপথ
إِن
যে
كِدتَّ
তুমি প্রায়
لَتُرْدِينِ
আমাকে ধ্বংস করেই ফেলেছিলে

সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,

ব্যাখ্যা

وَلَوْلَا
এবং যদি না
نِعْمَةُ
অনুগ্রহ (হতো)
رَبِّى
আমার রবের
لَكُنتُ
অবশ্যই আমি হতাম
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمُحْضَرِينَ
(জাহান্নামে) উপস্থিত করা লোকদের

আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।

ব্যাখ্যা

أَفَمَا
তবে কি না
نَحْنُ
আমরা
بِمَيِّتِينَ
মৃত্যুবরণকারী হবো

এখন আমাদের আর মৃত্যু হবে না

ব্যাখ্যা

إِلَّا
ব্যতীত
مَوْتَتَنَا
আমাদের মৃত্যু
ٱلْأُولَىٰ
প্রথম
وَمَا
এবং না
نَحْنُ
আমরা
بِمُعَذَّبِينَ
শাস্তিপ্রাপ্ত হবো"

আমাদের প্রথম মৃত্যুর পর, আর আমাদেরকে শাস্তিও দেয়া হবে না।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
هَٰذَا
এটা
لَهُوَ
অবশ্যই সেই
ٱلْفَوْزُ
সাফল্য
ٱلْعَظِيمُ
মহা

এটাই তো মহাসাফল্য।

ব্যাখ্যা