Skip to main content

إِنَّا
নিশ্চয়ই আমরা
كَذَٰلِكَ
এরূপে
نَجْزِى
প্রতিফল দিই আমরা
ٱلْمُحْسِنِينَ
সৎকর্মশীলদের

এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

ব্যাখ্যা

إِنَّهُۥ
সে নিশ্চয়ই
مِنْ
অন্তর্ভুক্ত
عِبَادِنَا
আমাদের দাসদের
ٱلْمُؤْمِنِينَ
(যারা) মু'মিন

সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।

ব্যাখ্যা

وَإِنَّ
এবং নিশ্চয়ই
لُوطًا
লুতও (ছিলো)
لَّمِنَ
অন্যতম অবশ্যই
ٱلْمُرْسَلِينَ
রাসূলদের

লূতও ছিল অবশ্যই রসূলদের একজন।

ব্যাখ্যা

إِذْ
(স্মরণ করো) যখন
نَجَّيْنَٰهُ
তাকে আমরা উদ্ধার করেছিলাম
وَأَهْلَهُۥٓ
এবং তারা পরিবারের
أَجْمَعِينَ
সকলকে

স্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম

ব্যাখ্যা

إِلَّا
ব্যতীত
عَجُوزًا
এক বৃদ্ধাকে (অর্থাৎ তার স্ত্রীকে)
فِى
(সে ছিলো) অন্তর্ভুক্ত
ٱلْغَٰبِرِينَ
পিছনে অবস্থানকারীদের

এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।

ব্যাখ্যা

ثُمَّ
এরপর
دَمَّرْنَا
আমরা ধ্বংস করেছিলাম
ٱلْءَاخَرِينَ
বাকিদেরকে

অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।

ব্যাখ্যা

وَإِنَّكُمْ
এবং নিশ্চয়ই তোমরা
لَتَمُرُّونَ
অবশ্যই আসা-যাওয়া করে থাকো
عَلَيْهِم
তাদের (ধ্বংসপ্রাপ্ত এলাকার) উপর দিয়ে
مُّصْبِحِينَ
সকালে

তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে

ব্যাখ্যা

وَبِٱلَّيْلِۗ
ও সন্ধ্যায়
أَفَلَا
তবুও কিনা
تَعْقِلُونَ
তোমরা জ্ঞান কাজে লাগাও

ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?

ব্যাখ্যা

وَإِنَّ
এবং নিশ্চয়ই
يُونُسَ
ইউনূসও (ছিলো)
لَمِنَ
অবশ্যই অন্যতম
ٱلْمُرْسَلِينَ
রাসূলদের

ইউনুসও ছিল রসূলদের একজন।

ব্যাখ্যা

إِذْ
(স্মরণ করো) যখন
أَبَقَ
সে পালিয়েছিলো
إِلَى
দিকে
ٱلْفُلْكِ
নৌকার
ٱلْمَشْحُونِ
বোঝাই

স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।

ব্যাখ্যা