Skip to main content

ذُرِّيَّةً ۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۚ  ( آل عمران: ٣٤ )

Descendents
ذُرِّيَّةًۢ
সন্তানসন্ততি
some of them
بَعْضُهَا
তাদের একে
from
مِنۢ
হতে
others
بَعْضٍۗ
অন্যের
And Allah
وَٱللَّهُ
এবং আল্লাহ
(is) All-Hearing
سَمِيعٌ
সবকিছুই শুনেন
All-Knowing
عَلِيمٌ
সবকিছুই জানেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

English Sahih:

Descendants, some of them from others. And Allah is Hearing and Knowing.

1 Tafsir Ahsanul Bayaan

এরা হল পরস্পর পরস্পরের বংশধর[১] এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

[১] অথবা এর দ্বিতীয় অর্থ হল, দ্বীনের ব্যাপারে একে অপরের সহযোগী ও সাহায্যকারী।