Skip to main content

لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَاۤءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ   ( آل عمران: ١٨١ )

Certainly
لَّقَدْ
নিশ্চয়
heard
سَمِعَ
শুনেছেন
Allah
ٱللَّهُ
আল্লাহ
(the) saying
قَوْلَ
(তাদের) কথা
(of) those who
ٱلَّذِينَ
যারা
said
قَالُوٓا۟
বলেছিল
"Indeed
إِنَّ
''নিশ্চয়
Allah
ٱللَّهَ
আল্লাহ
(is) poor
فَقِيرٌ
দরিদ্র
while we
وَنَحْنُ
আর আমরা
(are) rich"
أَغْنِيَآءُۘ
ধনী''
We will record
سَنَكْتُبُ
আমরা লিখে রাখবো
what
مَا
যা
they said
قَالُوا۟
তারা বলেছিল
and their killing
وَقَتْلَهُمُ
ও তাদের হত্যা করা
the Prophets
ٱلْأَنۢبِيَآءَ
নবীদেরকে
without
بِغَيْرِ
ব্যাতিত
(any) right
حَقٍّ
ন্যায়ভাবে
and We will say
وَنَقُولُ
এবং আমরা বলব
"Taste
ذُوقُوا۟
''তোমরা স্বাদ নাও
(the) punishment
عَذَابَ
শাস্তির
(of) the Burning Fire"
ٱلْحَرِيقِ
দহনের''

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আল্লাহ অবশ্যই তাদের উক্তি শ্রবণ করেছেন যারা বলে, ‘আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী’, তারা যা বলে তা আমি অবশ্যই লিপিবদ্ধ করে রাখব এবং (তাদের) অন্যায়ভাবে নাবীগণকে হত্যা করার বিষয়টিও (লিপিবদ্ধ করে রাখব) এবং আমি বলব- ‘জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ কর’।

English Sahih:

Allah has certainly heard the statement of those [Jews] who said, "Indeed, Allah is poor, while we are rich." We will record what they said and their killing of the prophets without right and will say, "Taste the punishment of the Burning Fire.

1 Tafsir Ahsanul Bayaan

আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে, আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত![১] তারা যা বলেছে তা এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখে রাখব[২] এবং বলব, তোমরা দহন যন্ত্রণা ভোগ কর।

[১] যখন মহান আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহর পথে ব্যয় করার উৎসাহ দান করে বললেন যে, [مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللهَ قَرْضًا حَسَنًا ] "কে আছে এমন, যে ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ।" (সূরা বাক্বারাহ ২;২৪৫, সূরা হাদীদ ৫৭;১১) তখন ইয়াহুদীরা বলল, তোমার প্রতিপালক এমন অভাবগ্রস্ত যে, স্বীয় বান্দাদের কাছ থেকে ঋণ চাচ্ছেন? এই কথারই ভিত্তিতে মহান আল্লাহ এই আয়াত নাযিল করেন। (ইবনে কাসীর)

[২] অর্থাৎ, পূর্বে উল্লেখিত আল্লাহর শানে বেআদবীমূলক উক্তি এবং তাদের (পূর্বপুরুষদের) অন্যায়ভাবে আম্বিয়া (আলাইহিমুস্ সালাম)-দের হত্যা ইত্যাদি তাদের যাবতীয় পাপ আল্লাহর নিকট লিপিবদ্ধ রয়েছে। এই পাপের কারণেই তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে।