Skip to main content

فَمَنْ
যে অতঃপর
حَآجَّكَ
তোমার সাথে বিতর্ক করে
فِيهِ
সে ব্যাপারে
مِنۢ
(থেকে)
بَعْدِ
এর পরেও
مَا
যা
جَآءَكَ
তোমার কাছে এসেছে
مِنَ
(থেকে)
ٱلْعِلْمِ
জ্ঞান
فَقُلْ
বল তাহলে
تَعَالَوْا۟
''তোমরা আস
نَدْعُ
ডাকি আমরা
أَبْنَآءَنَا
আমাদের ছেলেদেরকে
وَأَبْنَآءَكُمْ
ও তোমাদের ছেলেদেরকে
وَنِسَآءَنَا
ও আমাদের নারীদেরকে
وَنِسَآءَكُمْ
ও তোমাদের নারীদেরকে
وَأَنفُسَنَا
ও আমাদের নিজেদেরকে
وَأَنفُسَكُمْ
ও তোমাদের নিজেদেরকে
ثُمَّ
এরপর
نَبْتَهِلْ
বিনীতভাবে আমরা আবেদন করি
فَنَجْعَل
আমারা অতঃপর দেই
لَّعْنَتَ
অভিশাপ
ٱللَّهِ
আল্লাহর
عَلَى
উপর
ٱلْكَٰذِبِينَ
মিথ্যাবাদীদের

তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সাথে (ঈসার সম্বন্ধে) বিতর্ক করবে তাকে বল, ‘আসো, আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহবান করি, অতঃপর আমরা মুবাহলা করি আর মিথ্যুকদের প্রতি আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়
هَٰذَا
এটা
لَهُوَ
অবশ্যই সেই
ٱلْقَصَصُ
বৃত্তান্ত
ٱلْحَقُّۚ
সত্য
وَمَا
আর নাই
مِنْ
কোন
إِلَٰهٍ
ইলাহ
إِلَّا
ছাড়া
ٱللَّهُۚ
আল্লাহ
وَإِنَّ
এবং নিশ্চয়
ٱللَّهَ
আল্লাহ
لَهُوَ
নিশ্চয়ই তিনি
ٱلْعَزِيزُ
পরাক্রমশালী
ٱلْحَكِيمُ
মহাবিজ্ঞ

নিশ্চয়ই এটা প্রকৃত ঘটনা। আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।

ব্যাখ্যা

فَإِن
যদি অতঃপর
تَوَلَّوْا۟
তারা ফিরে যায়
فَإِنَّ
তবে নিশ্চয়
ٱللَّهَ
আল্লাহ
عَلِيمٌۢ
খুব অবহিত
بِٱلْمُفْسِدِينَ
ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে

তা’ সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কলহ সৃষ্টিকারীদের বিষয়ে বিশেষভাবে অবহিত।

ব্যাখ্যা

قُلْ
তুমি বল
يَٰٓأَهْلَ
''হে আহলে
ٱلْكِتَٰبِ
কিতাব
تَعَالَوْا۟
তোমরা এস
إِلَىٰ
প্রতি
كَلِمَةٍ
একটি বাণীর (যা)
سَوَآءٍۭ
সমান
بَيْنَنَا
আমাদের মাঝে
وَبَيْنَكُمْ
ও তোমাদের মাঝে
أَلَّا
(এই) যে না
نَعْبُدَ
ইবাদাত করব আমরা
إِلَّا
ছাড়া
ٱللَّهَ
আল্লাহর
وَلَا
এবং না
نُشْرِكَ
শেরক করব আমরা
بِهِۦ
তাঁর সাথে
شَيْـًٔا
কোন কিছুকেই
وَلَا
এবং না
يَتَّخِذَ
গ্রহন করবে
بَعْضُنَا
আমাদের কেউ
بَعْضًا
কাউকে
أَرْبَابًا
রব হিসাবে
مِّن
ছাড়া''
دُونِ
''(মহাশয়)
ٱللَّهِۚ
আল্লাহ''
فَإِن
যদি অতঃপর
تَوَلَّوْا۟
তারা ফিরে যায়
فَقُولُوا۟
তাোমরা তবে বল
ٱشْهَدُوا۟
''তোমরা সাক্ষী থাক
بِأَنَّا
আমরা যে
مُسْلِمُونَ
(আল্লাহর অনুগত বান্দা) মুসলমান''

বল, ‘হে আহলে কিতাব! এমন এক কথার দিকে আসো, যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তা এই যে, আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ‘ইবাদাত করব না এবং কোন কিছুকে তাঁর শরীক করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাক যে, আমরা আত্মসমর্পণকারী।

ব্যাখ্যা

يَٰٓأَهْلَ
হে আহলে
ٱلْكِتَٰبِ
কিতাব
لِمَ
কেন
تُحَآجُّونَ
তোমরা বিতর্ক করছ
فِىٓ
প্রশ্নে
إِبْرَٰهِيمَ
ইবরাহীমের
وَمَآ
অথছ না
أُنزِلَتِ
নাযিল হয়েছে
ٱلتَّوْرَىٰةُ
তাওরাত
وَٱلْإِنجِيلُ
ও ইনজীল
إِلَّا
কিন্তু
مِنۢ
(থেকে)
بَعْدِهِۦٓۚ
তার পরে
أَفَلَا
না তবুও কি
تَعْقِلُونَ
তোমরা বুঝবে

হে আহলে কিতাব! তোমরা কেন ইবরাহীম সম্পর্কে তর্ক করছ? তাওরাত এবং ইঞ্জিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে, তোমরা কি তাও বুঝ না?

ব্যাখ্যা

هَٰٓأَنتُمْ
তোমরাই তো
هَٰٓؤُلَآءِ
ঐ সব লোক (যারা)
حَٰجَجْتُمْ
বিতর্ক করেছ
فِيمَا
সে বিষয়ে
لَكُم
তোমাদের (আছে)
بِهِۦ
যে সম্পর্কে
عِلْمٌ
(সামান্য) জ্ঞান
فَلِمَ
এখন কেন
تُحَآجُّونَ
তোমরা বিতর্ক করছ
فِيمَا
সে সম্পর্কে
لَيْسَ
নাই
لَكُم
তোমাদের
بِهِۦ
যে সম্পর্কে
عِلْمٌۚ
কোন জ্ঞান
وَٱللَّهُ
এবং আল্লাহ
يَعْلَمُ
জানেন
وَأَنتُمْ
আর তোমরা
لَا
না
تَعْلَمُونَ
(প্রকৃত সত্য) জান

বস্তুতঃ তোমরাই এমন লোক যে, যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে, সে বিষয়ে তো বিতর্ক করেছ, তোমরা এমন বিষয়ে কেন বিতর্ক করছ যে বিষয়ে তোমাদের কোনই জ্ঞান নেই? বস্তুতঃ আল্লাহ্ই জ্ঞাত আছেন, তোমরা জ্ঞাত নও।

ব্যাখ্যা

مَا
না
كَانَ
ছিল
إِبْرَٰهِيمُ
ইবরাহীম
يَهُودِيًّا
ইয়াহুদী
وَلَا
আর না
نَصْرَانِيًّا
খৃষ্টান
وَلَٰكِن
কিন্তু
كَانَ
সে ছিল
حَنِيفًا
একনিষ্ঠ
مُّسْلِمًا
(আত্মসমর্পণকারী) মুসলিম
وَمَا
এবং না
كَانَ
সে ছিল
مِنَ
অন্তর্ভুক্ত
ٱلْمُشْرِكِينَ
মুশরিকদের

ইবরাহীম না ইয়াহূদী ছিল, না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিক দলের অন্তর্ভুক্ত ছিল না।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়
أَوْلَى
অগ্রাধিকারী (ঘনিষ্ঠ হওয়ায়)
ٱلنَّاسِ
লোকদের (মধ্যে)
بِإِبْرَٰهِيمَ
ইবরাহীমের সাথে
لَلَّذِينَ
(তারা) অবশ্যই যারা
ٱتَّبَعُوهُ
তার অনুসরণ করে
وَهَٰذَا
ও এই
ٱلنَّبِىُّ
নবী
وَٱلَّذِينَ
ও যারা
ءَامَنُوا۟ۗ
ঈমান এনেছে
وَٱللَّهُ
ও আল্লাহ
وَلِىُّ
অভিভাবক
ٱلْمُؤْمِنِينَ
ঈমানদারদের

নিশ্চয় ইবরাহীমের সঙ্গে ঘনিষ্ঠতায় সেই লোকেরাই অধিক হকদার যারা তার অনুসরণ করেছে এবং এই নাবী, আর যারা ঈমান এনেছে, বস্তুতঃ আল্লাহ মু’মিনদের অভিভাবক।

ব্যাখ্যা

وَدَّت
চায়
طَّآئِفَةٌ
একদল
مِّنْ
মধ্য হতে
أَهْلِ
আহলি
ٱلْكِتَٰبِ
কিতাবদের
لَوْ
যদি
يُضِلُّونَكُمْ
তোমাদেরকে তারা পথভ্রষ্ট করতে পারত
وَمَا
আর না
يُضِلُّونَ
তারা পথভ্রষ্ট করে
إِلَّآ
এছাড়া
أَنفُسَهُمْ
তাদের নিজেদেরকে
وَمَا
কিন্তু না
يَشْعُرُونَ
তারা উপলব্ধি করে

কিতাবধারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেও পথভ্রষ্ট করে না, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না।

ব্যাখ্যা

يَٰٓأَهْلَ
হে আহলি
ٱلْكِتَٰبِ
কিতাব
لِمَ
কেন
تَكْفُرُونَ
তোমরা অস্বীকার করছ
بِـَٔايَٰتِ
নিদর্শনগুলোকে
ٱللَّهِ
আল্লাহর
وَأَنتُمْ
অথচ তোমরাই
تَشْهَدُونَ
পর্যবেক্ষণ করছ

হে আহলে কিতাব! কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছ, অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী?

ব্যাখ্যা