وَاتَّقُوا الَّذِيْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِيْنَ ۗ ( الشعراء: ١٨٤ )
And fear
وَٱتَّقُوا۟
এবং তোমরা ভয় করো
the One Who
ٱلَّذِى
(তাঁকে) যিনি
created you
خَلَقَكُمْ
সৃষ্টি করেছেন তোমাদেরকে
and the generations
وَٱلْجِبِلَّةَ
জনগোষ্ঠীকেও
the former"
ٱلْأَوَّلِينَ
পুর্ববর্তী"
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এবং ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী বংশাবলীকে সৃষ্টি করেছেন।’
English Sahih:
And fear He who created you and the former creation."
1 Tafsir Ahsanul Bayaan
এবং ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে সৃষ্টি করেছেন।’[১]
[১] جِبِلَّة ও جِبِلٌّ শব্দ দুটির অর্থ সৃষ্টি। যেমন অন্যত্র শয়তানের ব্যাপারে বলা হয়েছে,{وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلاًّ كَثِيرًا} সে তোমাদের অনেক সৃষ্টিকেই ভ্রষ্ট করেছে। (সূরা ইয়াসীন ৩৬;৬২ আয়াত) এর ব্যবহার বড় দল ও জাতির অর্থেও হয়ে থাকে। (ফাতহুল কাদীর)