Skip to main content

قَالُوا۟
তারা বলেছিলো
نَعْبُدُ
"আমরা পূজা করি
أَصْنَامًا
(কিছু) মূর্তির
فَنَظَلُّ
অতঃপর আমরা লেগে থাকি
لَهَا
জন্যে তাদের
عَٰكِفِينَ
নিষ্ঠাবান হয়ে"

তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’

ব্যাখ্যা

قَالَ
(ইবরাহীম) বললো
هَلْ
"কি
يَسْمَعُونَكُمْ
তারা শুনতে পায় তোমাদেরকে
إِذْ
যখন
تَدْعُونَ
তোমরা ডাকো

ইবরাহীম বলল- ‘তোমরা যখন (তাদেরকে) ডাক তখন কি তারা তোমাদের কথা শোনে?

ব্যাখ্যা

أَوْ
অথবা
يَنفَعُونَكُمْ
উপকার করতে পারে তোমাদেরকে
أَوْ
অথবা
يَضُرُّونَ
ক্ষতি করতে পারে"

কিংবা তোমাদের উপকার করে অথবা অপকার?’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
بَلْ
"(না) বরং
وَجَدْنَآ
আমরা পেয়েছি
ءَابَآءَنَا
আমাদের বাপ দাদাদেরকে
كَذَٰلِكَ
এরূপই
يَفْعَلُونَ
তারা করতেন"

তারা বলল- ‘না তবে আমরা আমাদের পিতৃদেরকে এরকম করতে দেখেছি।’

ব্যাখ্যা

قَالَ
সে বললো
أَفَرَءَيْتُم
"কি তবে (ভেবে) দেখেছো তোমরা
مَّا
(ঐগুলোকে) যার
كُنتُمْ
তোমরা ছিলে
تَعْبُدُونَ
তোমরা পূজা করো

সে বলল-তোমরা কি ভেবে দেখেছ তোমরা কিসের পূজা করে যাচ্ছ?

ব্যাখ্যা

أَنتُمْ
তোমরা
وَءَابَآؤُكُمُ
ও পিতৃ-পুরুষেরা তোমাদের
ٱلْأَقْدَمُونَ
(যারা) অতীত হয়েছে

তোমরা আর তোমাদের আগের পিতৃপুরুষরা?

ব্যাখ্যা

فَإِنَّهُمْ
সুতরাং নিশ্চয়ই তারা
عَدُوٌّ
শত্রু
لِّىٓ
আমার
إِلَّا
ছাড়া
رَبَّ
রব
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

তারা সবাই আমার শত্রু, বিশ্বজগতের পালনকর্তা ছাড়া।

ব্যাখ্যা

ٱلَّذِى
যিনি
خَلَقَنِى
আমাকে সৃষ্টি করেছেন
فَهُوَ
অতঃপর তিনিই
يَهْدِينِ
আমাকে পথ দেখান

তিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ দেখান।

ব্যাখ্যা

وَٱلَّذِى
এবং তিনিই
هُوَ
যিনি
يُطْعِمُنِى
আমাকে খাওয়ান
وَيَسْقِينِ
ও আমাকে পান করান

আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
مَرِضْتُ
আমি অসুস্থ হই
فَهُوَ
তখন তিনিই
يَشْفِينِ
আমাকে আরোগ্য দান করেন

আর আমি যখন পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য করেন।

ব্যাখ্যা