Skip to main content

كَذَّبَتْ
মিথ্যারোপ করেছিলো
ثَمُودُ
সামূদ জাতি
ٱلْمُرْسَلِينَ
রাসূলদেরকে

সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।

ব্যাখ্যা

إِذْ
(স্মরণ করো) যখন
قَالَ
বলেছিলো
لَهُمْ
উদ্দেশ্যে তাদের
أَخُوهُمْ
ভাই তাদের
صَٰلِحٌ
সালেহ
أَلَا
"কি না
تَتَّقُونَ
তোমরা করবে ভয়

যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল- তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?

ব্যাখ্যা

إِنِّى
নিশ্চয়ই আমি
لَكُمْ
জন্যে তোমাদের
رَسُولٌ
রাসূল
أَمِينٌ
বিশ্বস্ত

আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল।

ব্যাখ্যা

فَٱتَّقُوا۟
অতএব তোমরা ভয় করো
ٱللَّهَ
আল্লাহকে
وَأَطِيعُونِ
আর তোমরা আমার আনুগত্য করো

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

ব্যাখ্যা

وَمَآ
এবং না
أَسْـَٔلُكُمْ
তোমাদের (নিকট) আমি চাচ্ছি
عَلَيْهِ
জন্যে এর
مِنْ
কোনো
أَجْرٍۖ
প্রতিদান
إِنْ
নয়
أَجْرِىَ
আমার প্রতিদান (অন্য কারো নিকট)
إِلَّا
এ ছাড়া
عَلَىٰ
নিকট
رَبِّ
রবের
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

আর এজন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো আছে একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের নিকট।

ব্যাখ্যা

أَتُتْرَكُونَ
কি তোমাদেরক ছেড়ে দেয়া হবে
فِى
(তা সবের) মধ্যে
مَا
যা কিছু
هَٰهُنَآ
এখানে (আছে)
ءَامِنِينَ
নিরাপদে

তোমাদেরকে কি এখানে যে সব (ভোগ বিলাস) আছে তাতেই নিরাপদে রেখে দেয়া হবে?

ব্যাখ্যা

فِى
মধ্যে
جَنَّٰتٍ
বাগানের
وَعُيُونٍ
ও ঝর্ণাসমূহের

উদ্যানরাজি আর ঝার্ণাসমূহে।

ব্যাখ্যা

وَزُرُوعٍ
এবং ফসলের ক্ষেত
وَنَخْلٍ
ও খেজুর বাগানের
طَلْعُهَا
ছড়াগুলো তার
هَضِيمٌ
সুকোমল রসে ভরা

আর শষ্যক্ষেতে ও ফুলে আচ্ছাদিত (ফলে ভারাক্রান্ত) খেজুর বাগানে?

ব্যাখ্যা

وَتَنْحِتُونَ
এবং তোমরা খোদাই করে নির্মান করেছো
مِنَ
মধ্যে
ٱلْجِبَالِ
পাহাড়সমূহের
بُيُوتًا
ঘরসমূহ
فَٰرِهِينَ
সাথে নৈপুণ্যের

এবং তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ।

ব্যাখ্যা

فَٱتَّقُوا۟
তাই তোমরা ভয় করো
ٱللَّهَ
আল্লাহকে
وَأَطِيعُونِ
ও আমার আনুগত্য করো

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর।

ব্যাখ্যা