Skip to main content

وَبُرِّزَتِ
এবং খোলা হবে
ٱلْجَحِيمُ
জাহান্নাম
لِلْغَاوِينَ
জন্যে বিভ্রান্ত লোকদের

এবং পথভ্রষ্টদের সম্মুখে জাহান্নামকে উন্মোচিত করা হবে।

ব্যাখ্যা

وَقِيلَ
এবং বলা হবে
لَهُمْ
উদ্দেশ্যে তাদের
أَيْنَ
"কোথায়
مَا
যা
كُنتُمْ
তোমরা ছিলে
تَعْبُدُونَ
তোমরা উপাসনা করো

আর তাদেরকে বলা হবে, তোমরা যার ‘ইবাদাত করতে তারা কোথায়

ব্যাখ্যা

مِن
থেকে
دُونِ
পরিবর্তে
ٱللَّهِ
আল্লাহর
هَلْ
কি
يَنصُرُونَكُمْ
তারা সাহায্য করতে পারে তোমাদেরকে
أَوْ
অথবা
يَنتَصِرُونَ
আত্মরক্ষা করতে পারে (কি)"

আল্লাহকে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে কিংবা তাদের নিজেদেরকে সাহায্য করতে পারে?

ব্যাখ্যা

فَكُبْكِبُوا۟
অতঃপর মুখ নিচু করে ফেলা হবে তাদেরকে
فِيهَا
মধ্যে তার
هُمْ
তাদেরকে
وَٱلْغَاوُۥنَ
ও বিভ্রান্তদেরকে

অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে।

ব্যাখ্যা

وَجُنُودُ
ও সৈন্যসামন্তদেরকে
إِبْلِيسَ
ইবলীসের
أَجْمَعُونَ
সবাইকে

আর ইবলীসের দলবল সবাইকে।

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বলবে
وَهُمْ
এমতাবস্হায় যে তারা
فِيهَا
মধ্যে তার
يَخْتَصِمُونَ
ঝগড়া করতে থাকবে

সেখানে তারা বিতর্কে লিপ্ত হয়ে বলবে,

ব্যাখ্যা

تَٱللَّهِ
"শপথ আল্লাহর
إِن
নিশ্চয়ই
كُنَّا
আমরা ছিলাম
لَفِى
অবশ্যই মধ্যে
ضَلَٰلٍ
বিভ্রান্তির
مُّبِينٍ
সুস্পষ্ট

‘আল্লাহর কসম! আমরা অবশ্য স্পষ্ট গুমরাহীতে ছিলাম।

ব্যাখ্যা

إِذْ
যখন
نُسَوِّيكُم
সমকক্ষ মনে করতাম আমরা তোমাদেরকে
بِرَبِّ
সাথে রবের
ٱلْعَٰلَمِينَ
বিশ্বজগতের

যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সমকক্ষ স্থির করতাম।

ব্যাখ্যা

وَمَآ
এবং না
أَضَلَّنَآ
পথ ভ্রষ্ট করেছে আমাদেরকে
إِلَّا
(অন্য কেউ) এ ছাড়া
ٱلْمُجْرِمُونَ
অপরাধীরা

অপরাধীরাই আমাদেরকে গোমরাহ্ করেছিল।

ব্যাখ্যা

فَمَا
সুতরাং (আজ) নেই
لَنَا
জন্যে আমাদের
مِن
(কেউ) মধ্যে হ'তে
شَٰفِعِينَ
সুপারিশকারীদের

কাজেই আমাদের কোন সুপারিশকারী নেই।

ব্যাখ্যা