Skip to main content

وَعَادًا وَّثَمُوْدَا۟ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًاۢ بَيْنَ ذٰلِكَ كَثِيْرًا   ( الفرقان: ٣٨ )

And Ad
وَعَادًا
এবং (ধ্বংস করেছি) আদ
and Thamud
وَثَمُودَا۟
ও সামূদ
and (the) dwellers
وَأَصْحَٰبَ
ও অধিবাসী
(of) Ar-rass
ٱلرَّسِّ
রাস্‌
and generations
وَقُرُونًۢا
এবং শতাব্দীসমূহে
between
بَيْنَ
মাঝের
that
ذَٰلِكَ
এদের
many
كَثِيرًا
অনেক (লোক)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে রকমই আমি ধ্বংস করেছি ‘আদ, সামূদ, কূপবাসী আর তাদের মধ্যবর্তী বহু বহু বংশধরকে।

English Sahih:

And [We destroyed] Aad and Thamud and the companions of the well and many generations between them.

1 Tafsir Ahsanul Bayaan

আমি আদ, সামূদ, রাসবাসী[১] এবং ওদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও ধ্বংস করেছিলাম।[২]

[১] 'রাসস্' অর্থ কুয়া 'আসহাবুর রাসস্' অর্থাৎ, কুয়া-ওয়ালা। উক্ত জাতি সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম ইবনে জারীর তাবারী বলেছেন, এর দ্বারা 'আসহাবুল উখদূদ'কে বুঝানো হয়েছে; যার বর্ণনা সূরা বুরুজে এসেছে। (ইবনে কাসীর)

[২] 'قرن' এর সঠিক অর্থ সমসাময়িক কালের লোকদের একটি দল। যখন একটি জাতি শেষ হয়ে যায় ও অন্য এক জাতির সৃষ্টি হয়, তখন তাকেও 'ক্বার্ন' বলা হয়। (ইবনে কাসীর) এই অর্থে প্রত্যেক নবীর উম্মত এক একটি 'ক্বার্ন' হতে পারে। (বাংলায় প্রজন্ম, জাতি বা সম্প্রদায় বলা যায়।)