Skip to main content

إِنِّى
নিশ্চয়ই আমি
جَزَيْتُهُمُ
আমি পুরস্কার দিলাম তাদেরকে
ٱلْيَوْمَ
আজ
بِمَا
এ কারণে যে
صَبَرُوٓا۟
তারা ধৈর্য ধরেছিলো
أَنَّهُمْ
(ফল এই) যে তারা
هُمُ
তারাই
ٱلْفَآئِزُونَ
সফলকাম (হলো)

আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম তাদের ধৈর্য ধারণের কারণে, আজ তারাই তো সফলকাম।

ব্যাখ্যা

قَٰلَ
(আল্লাহ) বলবেন
كَمْ
"কত (কাল)
لَبِثْتُمْ
তোমরা অবস্থান করেছিলে
فِى
মধ্যে
ٱلْأَرْضِ
পৃথিবীর
عَدَدَ
হিসেবে
سِنِينَ
বছরের"

আল্লাহ বলবেন ; ‘পৃথিবীতে কয় বছর তোমরা অবস্থান করেছিলে?’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বলবে
لَبِثْنَا
"আমরা অবস্থান করেছিলাম
يَوْمًا
একদিন
أَوْ
অথবা
بَعْضَ
কিছু অংশ
يَوْمٍ
দিনের
فَسْـَٔلِ
তবে জিজ্ঞেস করুন
ٱلْعَآدِّينَ
গণনাকারীদেরকে"

তারা বলবে ; ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর।’

ব্যাখ্যা

قَٰلَ
(আল্লাহ) বলবেন
إِن
"না
لَّبِثْتُمْ
অবস্থান করেছিলে তোমরা
إِلَّا
এ ছাড়া
قَلِيلًاۖ
অল্প (কালই)
لَّوْ
যদি
أَنَّكُمْ
(এমন হতো) যে তোমরা
كُنتُمْ
তোমরা ছিলে
تَعْلَمُونَ
তোমরা জানতে

তিনি বলবেন ; ‘তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে, তোমরা যদি জানতে!

ব্যাখ্যা

أَفَحَسِبْتُمْ
কি তবে তোমরা মনে করেছিলে
أَنَّمَا
যে প্রকৃতপক্ষে
خَلَقْنَٰكُمْ
তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
عَبَثًا
অনর্থক
وَأَنَّكُمْ
আর (এও বুঝেছিলে) যে তোমরা
إِلَيْنَا
আমাদের কাছে
لَا
না
تُرْجَعُونَ
তোমরা প্রত্যাবর্তিত হবে"

তোমরা কি ভেবেছিলে যে, আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?

ব্যাখ্যা

فَتَعَٰلَى
অতএব মহান শ্রেষ্ঠ
ٱللَّهُ
আল্লাহ
ٱلْمَلِكُ
(যিনি) অধিপতি
ٱلْحَقُّۖ
প্রকৃত
لَآ
নেই
إِلَٰهَ
কোন ইলাহ
إِلَّا
ছাড়া
هُوَ
তিনি
رَبُّ
রব (মালিক)
ٱلْعَرْشِ
আরশের
ٱلْكَرِيمِ
মর্যাদাবান

সুউচ্চ মহান আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, সম্মানিত আরশের অধিপতি।

ব্যাখ্যা

وَمَن
আর যে কেউ
يَدْعُ
ডাকবে
مَعَ
সাথে
ٱللَّهِ
আল্লাহর
إِلَٰهًا
ইলাহ (হিসেবে)
ءَاخَرَ
অন্য (কাউকে)
لَا
নেই
بُرْهَٰنَ
কোন প্রমাণ
لَهُۥ
জন্যে তার
بِهِۦ
উপর এর
فَإِنَّمَا
তবে প্রকৃতপক্ষে
حِسَابُهُۥ
তার হিসেব (হবে)
عِندَ
কাছে
رَبِّهِۦٓۚ
তার রবের
إِنَّهُۥ
নিশ্চয়ই
لَا
না
يُفْلِحُ
সফলকাম হবে
ٱلْكَٰفِرُونَ
কাফিররা

যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকেও ডাকে, এ ব্যাপারে তার কাছে কোন দলীল প্রমাণ নেই, একমাত্র তার প্রতিপালকের কাছেই তার হিসাব হবে, কাফিরগণ অবশ্যই সফলকাম হবে না।

ব্যাখ্যা

وَقُل
আর (হে নাবী) বলো
رَّبِّ
"হে আমার রব
ٱغْفِرْ
ক্ষমা করো
وَٱرْحَمْ
আর দয়া করো
وَأَنتَ
আর তুমিই
خَيْرُ
উত্তম
ٱلرَّٰحِمِينَ
দয়াকারীদের

কাজেই বল ; ‘হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও রহম কর, তুমি রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’

ব্যাখ্যা