Skip to main content

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى   ( طه: ٤٤ )

And speak
فَقُولَا
অতঃপর দু'জনে বলবে
to him
لَهُۥ
তার সাথে
a word
قَوْلًا
কথা
gentle
لَّيِّنًا
নম্রভাবে
perhaps he
لَّعَلَّهُۥ
সে সম্ভবতঃ
may take heed
يَتَذَكَّرُ
উপদেশ গ্রহণ করবে
or
أَوْ
অথবা
fear"
يَخْشَىٰ
ভয় করবে"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার সঙ্গে তোমরা নম্রভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা (আল্লাহর) ভয় করবে।’

English Sahih:

And speak to him with gentle speech that perhaps he may be reminded or fear [Allah]."

1 Tafsir Ahsanul Bayaan

তোমরা তার সাথে নম্র কথা বলবে,[১] হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা ভয় করবে।

[১] এই গুণটিও আল্লাহর দিকে আহবানকারীদের জন্য অত্যন্ত জরুরী। কারণ, কঠোরতা অবলম্বনের ফলে বীতরাগ হয়ে মানুষ পালিয়ে যায়। পক্ষান্তরে নম্রতা অবলম্বনের ফলে নিকটবর্তী, প্রভাবিত ও সত্য গ্রহণকারী হয়।