Skip to main content

تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلٰى ۗ  ( طه: ٤ )

A revelation
تَنزِيلًا
অবতীর্ণ করা ( হয়েছে )
from (He) Who
مِّمَّنْ
তাঁর পক্ষ হ'তে
created
خَلَقَ
( যিনি ) সৃষ্টি করেছেন
the earth
ٱلْأَرْضَ
পৃথিবীকে
and the heavens
وَٱلسَّمَٰوَٰتِ
ও আকাশমণ্ডলীকে
[the] high
ٱلْعُلَى
( যা ) সমুচ্চ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তাঁর নিকট হতে তা নাযিল হয়েছে।

English Sahih:

A revelation from He who created the earth and highest heavens,

1 Tafsir Ahsanul Bayaan

এটা তাঁর নিকট হতে অবতীর্ণ; যিনি সমুচ্চ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন।