Skip to main content

ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِيْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ  ( النحل: ٥٤ )

Then
ثُمَّ
এরপর
when
إِذَا
যখন
He removes
كَشَفَ
দূর করে দেন
the adversity
ٱلضُّرَّ
দুঃখ-দৈন্য
from you
عَنكُمْ
থেকে তোমাদের
behold!
إِذَا
তখন
A group
فَرِيقٌ
একদল
of you
مِّنكُم
তোমাদের মধ্য হ'তে
with their Lord
بِرَبِّهِمْ
সাথে তাদের রবের
associate others
يُشْرِكُونَ
(অন্যদেরকে) শরীক করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ-কষ্ট দূর করে দেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সঙ্গে অন্যকে শরীক করে বসে

English Sahih:

Then when He removes the adversity from you, at once a party of you associates others with their Lord

1 Tafsir Ahsanul Bayaan

আবার যখন আল্লাহ তোমাদের দুঃখ-দৈন্য দূরীভূত করেন, তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের সাথে অংশী করে।