Skip to main content

قَالَ
সে বললো
هَٰٓؤُلَآءِ
"এইসব
بَنَاتِىٓ
আমার মেয়েরা
إِن
যদি
كُنتُمْ
তোমরা হও
فَٰعِلِينَ
সম্পাদনকারী"

(লূত (আ.)) বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার (জাতির) কন্যারা আছে।’

ব্যাখ্যা

لَعَمْرُكَ
শপথ তোমার জীবনের
إِنَّهُمْ
নিশ্চয়ই তারা
لَفِى
অবশ্যই মধ্যে (ছিলো)
سَكْرَتِهِمْ
তাদের নেশার
يَعْمَهُونَ
উদভ্রান্ত হয়ে ফিরছিলো

তোমার জীবনের শপথ হে নাবী! তারা উন্মত্ত নেশায় আত্মহারা হয়ে পড়েছিল।

ব্যাখ্যা

فَأَخَذَتْهُمُ
অতঃপর তাদের ধরলো
ٱلصَّيْحَةُ
বিরাট আওয়াজ
مُشْرِقِينَ
সূর্যোদয় হ'তেই

সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।

ব্যাখ্যা

فَجَعَلْنَا
অতঃপর আমরা রাখলাম
عَٰلِيَهَا
তার উপরভাগকে
سَافِلَهَا
তার নীচেরভাগে
وَأَمْطَرْنَا
এবং আমরা বর্ষণ করলাম
عَلَيْهِمْ
তাদের উপর
حِجَارَةً
পাথরসমূহ
مِّن
তৈরী
سِجِّيلٍ
পোড়া মাটির

আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
فِى
মধ্যে আছে
ذَٰلِكَ
এর
لَءَايَٰتٍ
অবশ্যই নিদর্শনসমূহ
لِّلْمُتَوَسِّمِينَ
অন্তর্দৃষ্টি-সম্পন্নদের জন্য

এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

ব্যাখ্যা

وَإِنَّهَا
এবং নিশ্চয়ই তা
لَبِسَبِيلٍ
অবশ্যই পথের সাথে
مُّقِيمٍ
অবস্থিত

এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
فِى
(রয়েছে) মধ্যে
ذَٰلِكَ
এর
لَءَايَةً
অবশ্যই নিদর্শন
لِّلْمُؤْمِنِينَ
ঈমানদারদের জন্যে

মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।

ব্যাখ্যা

وَإِن
এবং নিশ্চয়ই
كَانَ
ছিলো
أَصْحَٰبُ
অধিবাসীরা
ٱلْأَيْكَةِ
আইকার
لَظَٰلِمِينَ
অবশ্যই সীমালঙ্ঘনকারী

আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।

ব্যাখ্যা

فَٱنتَقَمْنَا
অতঃপর আমরা প্রতিশোধ নিই
مِنْهُمْ
থেকে তাদের
وَإِنَّهُمَا
এবং নিশ্চয়ই উভয়েই
لَبِإِمَامٍ
অবশ্যই পথের সাথে
مُّبِينٍ
প্রকাশ্য

কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।

ব্যাখ্যা

وَلَقَدْ
এবং নিশ্চয়ই
كَذَّبَ
মিথ্যারোপ করেছিলো
أَصْحَٰبُ
অধিবাসীরা
ٱلْحِجْرِ
হিজরের
ٱلْمُرْسَلِينَ
রাসূলদেরকে

হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।

ব্যাখ্যা