Skip to main content

فَلَمَّا
অতঃপর যখন
جَآءَ
আসলো
ءَالَ
পরিবারের কাছে
لُوطٍ
লূতের
ٱلْمُرْسَلُونَ
প্রেরিত (ফেরেশতারা)

আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল,

ব্যাখ্যা

قَالَ
সে বললো
إِنَّكُمْ
"নিশ্চয়ই তোমরা
قَوْمٌ
লোক
مُّنكَرُونَ
অপরিচিত"

সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’

ব্যাখ্যা

قَالُوا۟
তারা বললো
بَلْ
"বরং
جِئْنَٰكَ
তোমার কাছে আমরা এসেছি
بِمَا
ঐ বিষয় নিয়ে যা
كَانُوا۟
তারা ছিলো
فِيهِ
সে ব্যাপারে
يَمْتَرُونَ
সন্দেহ করতো

তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।

ব্যাখ্যা

وَأَتَيْنَٰكَ
এবং তোমার কাছে আমরা এসেছি
بِٱلْحَقِّ
নিয়ে সত্য
وَإِنَّا
এবং নিশ্চয়ই আমরা
لَصَٰدِقُونَ
অবশ্যই সত্যবাদী

তোমার কাছে আমরা সত্য নিয়েই এসেছি, আর আমরা অবশ্যই সত্যবাদী।

ব্যাখ্যা

فَأَسْرِ
সুতরাং চলে যাও
بِأَهْلِكَ
নিয়ে তোমার পরিবার
بِقِطْعٍ
অংশে
مِّنَ
কিছু
ٱلَّيْلِ
রাতের
وَٱتَّبِعْ
এবং তুমি চলবে
أَدْبَٰرَهُمْ
তাদের পিছনে পিছনে
وَلَا
এবং না
يَلْتَفِتْ
তাকাবে (পিছনে)
مِنكُمْ
তোমাদের মধ্য থেকে
أَحَدٌ
কেউ
وَٱمْضُوا۟
এবং তোমরা চলে যাও
حَيْثُ
যেখানে
تُؤْمَرُونَ
তোমাদের নির্দেশ দেয়া হয়েছে"

কাজেই কিছুটা রাত থাকতে তুমি তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড় আর তুমি তাদের পেছনে পেছনে চলতে থাক। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায় বরং যেখানে যেতে বলা হচ্ছে চলে যাও।’

ব্যাখ্যা

وَقَضَيْنَآ
এবং আমরা জানিয়ে দিয়েছিলাম
إِلَيْهِ
তার প্রতি
ذَٰلِكَ
এই
ٱلْأَمْرَ
বিষয়ের
أَنَّ
যে
دَابِرَ
মূল
هَٰٓؤُلَآءِ
ঐসব লোকদের
مَقْطُوعٌ
কেটে ফেলা হবে
مُّصْبِحِينَ
সকাল না হতেই

আমি লূতকে এ সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, সকাল হতে না হতেই সমূলে ধ্বংস করা হবে।

ব্যাখ্যা

وَجَآءَ
এবং আসলো
أَهْلُ
অধিবাসীরা
ٱلْمَدِينَةِ
শহরের
يَسْتَبْشِرُونَ
উল্লসিত

শহরের লোকেরা আনন্দ সহকারে (লূতের ঘরে) উপস্থিত হল।

ব্যাখ্যা

قَالَ
(লূত) বললো
إِنَّ
"নিশ্চয়ই
هَٰٓؤُلَآءِ
ঐসব লোক
ضَيْفِى
আমার অতিথি
فَلَا
অতএব না
تَفْضَحُونِ
আমাকে তোমরা অপমান করো

লূত বলল, ‘এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না।

ব্যাখ্যা

وَٱتَّقُوا۟
এবং তোমরা ভয় করো
ٱللَّهَ
আল্লাহকে
وَلَا
এবং না
تُخْزُونِ
আমাকে তোমরা লাঞ্ছিত করো"

তোমরা আল্লাহকে ভয় কর, আমাকে লজ্জিত করো না।’

ব্যাখ্যা

قَالُوٓا۟
তারা বললো
أَوَلَمْ
"কি নি
نَنْهَكَ
তোমাকে আমরা নিষেধ করি
عَنِ
সম্পর্কে
ٱلْعَٰلَمِينَ
সারা দুনিয়ার (দায়িত্ব নেয়া)"

তারা বলল, দুনিয়াব্যাপী বিষয় নিয়ে কথা বলতে আমরা কি তোমাকে নিষেধ করিনি?’

ব্যাখ্যা