Skip to main content
bismillah

تَبَّتْ
ধ্বংস হোক
يَدَآ
দু'হাত
أَبِى
আবু
لَهَبٍ
লাহাবের
وَتَبَّ
এবং সেও ধ্বংস হোক

আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,

ব্যাখ্যা

مَآ
না
أَغْنَىٰ
কাজে আসলো
عَنْهُ
তার পক্ষে
مَالُهُۥ
তার সম্পদ
وَمَا
আর যা
كَسَبَ
সে উপার্জন করেছিল

তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,

ব্যাখ্যা

سَيَصْلَىٰ
শীঘ্রই জ্বলবে
نَارًا
আগুনে
ذَاتَ
সমন্বিত
لَهَبٍ
শিখা

অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,

ব্যাখ্যা

وَٱمْرَأَتُهُۥ
এবং তার স্ত্রীও
حَمَّالَةَ
বহনকারিণী
ٱلْحَطَبِ
কাঠের

আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।

ব্যাখ্যা

فِى
মধ্যে
جِيدِهَا
তার গলার
حَبْلٌ
দড়ি
مِّن
থেকে
مَّسَدٍۭ
পাকানো

আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
লাহাব
القرآن الكريم:المسد
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Lahab
সূরা না:১১১
আয়াত:
মোট শব্দ:২০
মোট অক্ষর:৭৭
রুকু সংখ্যা:
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:
শ্লোক থেকে শুরু:৬২১৬