Skip to main content

قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْٓا اِلَيْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَۗ اِنَّهٗ مُصِيْبُهَا مَآ اَصَابَهُمْ ۗاِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ۗ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ  ( هود: ٨١ )

They said
قَالُوا۟
(আগন্তুকরা) বললো
"O Lut!
يَٰلُوطُ
"হে লুত
Indeed, we
إِنَّا
নিশ্চয়ই আমরা
(are) messengers
رُسُلُ
(সবাই) ফেরেশতা
(of) your Lord
رَبِّكَ
তোমাদের রবের
never
لَن
কখনও না
they will reach
يَصِلُوٓا۟
তারা পৌঁছতে পারবে
you
إِلَيْكَۖ
তোমার কাছে
So travel
فَأَسْرِ
অতএব তুমি বেরিয়ে পড়ো
with your family
بِأَهْلِكَ
নিয়ে তোমার পরিবার
in a part
بِقِطْعٍ
এক অংশে
of
مِّنَ
কোন
the night
ٱلَّيْلِ
রাতের
and (let) not
وَلَا
এবং না
look back
يَلْتَفِتْ
ফিরে তাকাবে
anyone of you
مِنكُمْ
তোমাদের মধ্যে
anyone of you
أَحَدٌ
কেউ
except
إِلَّا
কিন্তু
your wife
ٱمْرَأَتَكَۖ
তোমার স্ত্রী (সঙ্গে যাবে না)
Indeed, it
إِنَّهُۥ
তা নিশ্চয়ই (সিদ্ধান্ত)
will strike her
مُصِيبُهَا
তার পৌঁছবে (সেই শাস্তি)
what
مَآ
যা
will strike them
أَصَابَهُمْۚ
তাদের পৌঁছবে
Indeed
إِنَّ
নিশ্চয়ই
their appointed time
مَوْعِدَهُمُ
তাদের নির্ধারিত সময়
(is) morning
ٱلصُّبْحُۚ
সকাল
Is not
أَلَيْسَ
নয় কি
the morning
ٱلصُّبْحُ
সকাল
near?"
بِقَرِيبٍ
নিকটবর্তী"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আগুন্তুকরা বলল, ‘হে লূত! আমরা তোমার প্রতিপালক প্রেরিত বার্তাবাহক, তারা তোমার কাছে কক্ষনো পৌঁছতে পারবে না, কাজেই কিছুটা রাত বাকী থাকতে তুমি তোমার পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়, তোমাদের কেউ যেন পিছনের দিকে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী (তোমাদের সঙ্গী হতে পারবে না) তারও তাই ঘটবে, অন্যদের যা ঘটবে। সকাল হল তাদের (শাস্তি আসার) নির্ধারিত সময়, সকাল কি নিকটবর্তী নয়?’

English Sahih:

They [the angels] said, "O Lot, indeed we are messengers of your Lord; [therefore], they will never reach you. So set out with your family during a portion of the night and let not any among you look back – except your wife; indeed, she will be struck by that which strikes them. Indeed, their appointment is [for] the morning. Is not the morning near?"

1 Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘হে লূত! আমরা তো তোমার প্রতিপালক প্রেরিত (ফিরিশতা), ওরা কখনই তোমার নিকট পৌঁছতে পারবে না। অতএব তুমি রাত্রির কোন এক ভাগে নিজের পরিবারবর্গকে নিয়ে (অন্যত্র) চলে যাও। তোমাদের কেউ যেন পিছনের দিকে ফিরেও না দেখে, কিন্তু তোমার স্ত্রী নয়, তার উপরেও ঐ (আযাব) আসবে, যা অন্যান্যদের উপরে আসবে। তাদের (শাস্তির) নির্ধারিত সময় হল প্রভাতকাল; প্রভাত কি নিকটবর্তী নয়?’ [১]

[১] ফিরিশতাগণ যখন লূত (আঃ)-এর অস্থিরতা ও উৎকণ্ঠা এবং তাঁর সম্প্রদায়ের অবাধ্যতা স্বচক্ষে দেখে নিলেন, তখন বললেন, 'হে লূত (আঃ) আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের নিকট তো দূরের কথা, এখন ওরা আপনার নিকটেও পৌঁঁছতে পারবে না। আপনি কিছুটা রাত থাকতে আপনার স্ত্রী ছাড়া বাকি লোকজনসহ এখান থেকে অন্যত্র সরে যান! প্রত্যুষকালেই এই গ্রামকে ধ্বংস করে দেওয়া হবে।'