Skip to main content

وَقُل
এবং বলো
لِّلَّذِينَ
(তাদের জন্যে) যারা
لَا
না
يُؤْمِنُونَ
ঈমান আনে
ٱعْمَلُوا۟
"তোমরা কাজ করো
عَلَىٰ
উপর
مَكَانَتِكُمْ
তোমদের জায়গার
إِنَّا
নিশ্চয়ই আমরাও
عَٰمِلُونَ
কাজ করে যাচ্ছি

যারা ঈমান আনে না তাদেরকে বল, ‘তোমরা নিজেদের মত ও পথে থেকে কাজ করে যাও, আমরা (আমাদের) কাজ করছি।

ব্যাখ্যা

وَٱنتَظِرُوٓا۟
এবং তোমরা অপেক্ষা করো
إِنَّا
নিশ্চয়ই আমরাও
مُنتَظِرُونَ
প্রতীক্ষাকারী"

আর তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় থাকলাম।’

ব্যাখ্যা

وَلِلَّهِ
এবং আল্লাহর (আছে জ্ঞান)
غَيْبُ
অদৃশ্যের
ٱلسَّمَٰوَٰتِ
আকাশসমূহের
وَٱلْأَرْضِ
ও পৃথিবীর
وَإِلَيْهِ
এবং তাঁরই দিকে
يُرْجَعُ
ফিরিয়ে আনা হবে
ٱلْأَمْرُ
ব্যাপার
كُلُّهُۥ
সবই
فَٱعْبُدْهُ
অতএব তাঁরই ইবাদত করো
وَتَوَكَّلْ
ভরসা করো
عَلَيْهِۚ
তাঁরই উপর
وَمَا
এবং নন
رَبُّكَ
তোমার রব
بِغَٰفِلٍ
অনবহিত
عَمَّا
তা হ'তে যা
تَعْمَلُونَ
তোমরা কাজ করছো

আসমানসমূহ ও যমীনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। সকল বিষয়ই (চূড়ান্ত সিদ্ধান্তের জন্য) তাঁর কাছে ফিরে যায়, কাজেই তুমি তাঁরই ‘ইবাদাত কর, আর তাঁর উপরই নির্ভর কর, তোমরা যা কিছু করছ, সে সম্পর্কে তোমার প্রতিপালক মোটেই বে-খবর নন।

ব্যাখ্যা