لَآ
না
أَعْبُدُ
আমি ইবাদাত করি
مَا
যার
تَعْبُدُونَ
তোমরা ইবাদাত কর
তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
وَلَآ
এবং না
أَنتُمْ
তোমরা
عَٰبِدُونَ
ইবাদাতকারী
مَآ
যার
أَعْبُدُ
আমি ইবাদাত করি
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
وَلَآ
আর না
أَنَا۠
আমি
عَابِدٌ
ইবাদাতকারী
مَّا
যার
عَبَدتُّمْ
তোমরা ইবাদাত করেছ
আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
وَلَآ
আর না
أَنتُمْ
তোমরা
عَٰبِدُونَ
ইবাদাতকারী
مَآ
যার
أَعْبُدُ
আমি ইবাদাত করি
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
لَكُمْ
তোমাদের জন্য
دِينُكُمْ
তোমার ধর্ম
وَلِىَ
এবং আমার জন্য
دِينِ
আমার ধর্ম"
তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
القرآن الكريم: | الكافرون |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Kafirun |
সূরা না: | 109 |
আয়াত: | 6 |
মোট শব্দ: | 26 |
মোট অক্ষর: | 94 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 18 |
শ্লোক থেকে শুরু: | 6207 |