Skip to main content
bismillah

لِإِيلَٰفِ
যেহেতু আসক্তি আছে
قُرَيْشٍ
কুরাইশদের

কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,

ব্যাখ্যা

إِۦلَٰفِهِمْ
আসক্তি আছে
رِحْلَةَ
ভ্রমণে
ٱلشِّتَآءِ
শীতের
وَٱلصَّيْفِ
ও গ্রীষ্মের

(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)

ব্যাখ্যা

فَلْيَعْبُدُوا۟
অতএব তারা ইবাদত করুক
رَبَّ
রবের
هَٰذَا
এই
ٱلْبَيْتِ
ঘরের

তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,

ব্যাখ্যা

ٱلَّذِىٓ
যিনি
أَطْعَمَهُم
তাদেরকে খাবার দিয়েছেন
مِّن
হতে
جُوعٍ
ক্ষুধা
وَءَامَنَهُم
এবং তাদের নিরাপত্তা দিয়েছেন
مِّنْ
হতে
خَوْفٍۭ
ভয়

যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
কুরাইশ
القرآن الكريم:قريش
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Quraisy
সূরা না:106
আয়াত:4
মোট শব্দ:17
মোট অক্ষর:73
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:29
শ্লোক থেকে শুরু:6193