أَلَمْ
নাই কি
تَرَ
তুমি দেখো
كَيْفَ
কেমন
فَعَلَ
করেছেন
رَبُّكَ
তোমার রব
بِأَصْحَٰبِ
বাহিনীর সাথে
ٱلْفِيلِ
হাতি
তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
أَلَمْ
নাই কি
يَجْعَلْ
তিনি পরণত করে
كَيْدَهُمْ
তাদের ষড়যন্ত্রকে
فِى
মধ্যে
تَضْلِيلٍ
নিষ্ফলতার
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
وَأَرْسَلَ
এবং পাঠিয়েছেন
عَلَيْهِمْ
তাদের বিরুদ্ধে
طَيْرًا
পাখি
أَبَابِيلَ
ঝাঁকে ঝাঁকে
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
تَرْمِيهِم
তাদের উপর নিক্ষেপ করে
بِحِجَارَةٍ
পাথরসমূহকে
مِّن
হতে
سِجِّيلٍ
কংকরের
যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
فَجَعَلَهُمْ
অতঃপর তিনি তাদের করে দেন
كَعَصْفٍ
ভুসির মতো
مَّأْكُولٍۭ
খাওয়া/ভক্ষিত
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।
القرآن الكريم: | الفيل |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Fil |
সূরা না: | 105 |
আয়াত: | 5 |
মোট শব্দ: | 20 |
মোট অক্ষর: | 96 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 19 |
শ্লোক থেকে শুরু: | 6188 |