Skip to main content
bismillah

ٱلْقَارِعَةُ
মহাপ্রলয়

মহা বিপদ

ব্যাখ্যা

مَا
কি সেই
ٱلْقَارِعَةُ
মহাপ্রলয়

কী সেই মহা বিপদ?

ব্যাখ্যা

وَمَآ
এবং কিসে
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
মহাপ্রলয়
ٱلْقَارِعَةُ
ভয়াবহ দুর্ঘটনা

মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
يَكُونُ
হবে
ٱلنَّاسُ
মানুষ
كَٱلْفَرَاشِ
পতঙ্গের মতো
ٱلْمَبْثُوثِ
বিক্ষিপ্ত

সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত

ব্যাখ্যা

وَتَكُونُ
এবং হবে
ٱلْجِبَالُ
পাহাড়সমূহ
كَٱلْعِهْنِ
রঙিন পশমের মতো
ٱلْمَنفُوشِ
ধুনিত

আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।

ব্যাখ্যা

فَأَمَّا
অতঃপর তার (ব্যাপার)
مَن
যার
ثَقُلَتْ
ভারী হবে
مَوَٰزِينُهُۥ
তার (পূণ্যের) পাল্লাসমূহ

অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।

ব্যাখ্যা

فَهُوَ
সে অতঃপর থাকবে
فِى
মধ্যে
عِيشَةٍ
জীবনের
رَّاضِيَةٍ
সন্তোষজনক

সে সুখী জীবন যাপন করবে।

ব্যাখ্যা

وَأَمَّا
আর (তার) ব্যাপার
مَنْ
যার
خَفَّتْ
হালকা হবে
مَوَٰزِينُهُۥ
তার পাল্লাসমূহ নেকীর

আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,

ব্যাখ্যা

فَأُمُّهُۥ
অতঃপর তার বাসস্থান
هَاوِيَةٌ
গভীর গর্ত হবে

(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।

ব্যাখ্যা

وَمَآ
এবং কিসে
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি
هِيَهْ
সেটা

তুমি কি জান তা কী?

ব্যাখ্যা
কুরআন মজীদ :
কারেয়া
القرآن الكريم:القارعة
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):Al-Qari'ah
সূরা না:101
আয়াত:11
মোট শব্দ:36
মোট অক্ষর:152
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:30
শ্লোক থেকে শুরু:6157