Skip to main content

وَالْعٰدِيٰتِ ضَبْحًاۙ   ( العاديات: ١ )

By the racers
وَٱلْعَٰدِيَٰتِ
শপথ ধাবমান (ঘোড়াগুলোর)
panting
ضَبْحًا
(যারা দৌঁড়ায়) উর্ধ্বশ্বাসে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,

English Sahih:

By the racers, panting,

1 Tafsir Ahsanul Bayaan

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। [১]

[১] عاديات হল عادية এর বহুবচন শব্দ। এর মূল ধাতু হল عدو। যেমন غزو ধাতু হতে غازيات। মূল শব্দের و কে ي দ্বারা পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হল ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব বা ঘোড়া। ضَبح শব্দের অর্থ হল হাঁপানো। কারো নিকট এর অর্থ হল, চিঁহি রব করা। উদ্দেশ্য সেই অশ্বরাজি; যেগুলি হাঁপিয়ে হাঁপিয়ে অথবা চিঁহি রব করে (ঊর্ধ্বশ্বাসে) জিহাদে দ্রুত গতিতে শত্রুর দিকে ছুটে যায়।