Skip to main content

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  ( الفاتحة: ١ )

In (the) name
بِسْمِ
নামে
(of) Allah
ٱللَّهِ
আল্লাহ (র)
the Most Gracious
ٱلرَّحْمَٰنِ
পরম করুণাময়
the Most Merciful
ٱلرَّحِيمِ
অসীম দয়ালু

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।

English Sahih:

In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.

1 Tafsir Ahsanul Bayaan

অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে (আরম্ভ করছি)।

'বিসমিল্লাহ'র পূর্বে 'আক্বরাউ' 'আবদাউ' অথবা 'আতলু' ফে'ল (ক্রিয়া) উহ্য আছে। অর্থাৎ, আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাঅত আরম্ভ করছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে 'বিসমিল্লাহ' পড়ার প্রতি তাকীদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে, খাওয়া, যবেহ করা, ওযু করা এবং সহবাস করার পূর্বে 'বিসমিল্লাহ' পড়। অবশ্য ক্বুরআনে করীম তেলাঅত করার সময় 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' পড়ার পূর্বে 'আউযু বিল্লাহি মিনাশ্শায়ত্বানির রাজীম' পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, "অতএব যখন তুমি ক্বুরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর।" (সূরা নাহল ১৬;৯৮ আয়াত)।